পল্লী বিদ্যুৎতের সাব ষ্টেশনের দাবীতে তাহিরপুরে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে পল্লী বিদ্যুৎতের সাব ষ্টেশন তৈরী না করে ট্যকেরঘাট সীমান্ত এলাকায় করার প্রতিবাদে ও উপজেলা সদরে পল্লীবিদ্যুৎতের সাব ষ্টেশন তৈরী করার দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বুধবার সকালে ১১টায় উপজেলা পরিষদ চত্তরে তাহিরপুরের সচেতন নাগরিক মহলের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,মেহেদী হাসান উজ্জল,বাদল মিয়া,বাবরুল হাসান বাবলু,তোজাম্মিল হক নাসরুম,শাহজাহান কবির,আবু জহর হৃদয়,জাহাঙ্গীর আলম,রুপম আখুঞ্জি,আতিকুর রহমান আতিক,পারভেজ জামান,স ম খোকন,আবুল হাসান রাসেল,আসাদুজ্জামাস মুন্না,রাব্বি,দেবাশিস সরকার রুবেল,তানিম আহমেদ লিংকন প্রমুখ। এ সময় বক্তাগন বলেন,উপজেলা সদর গুরুত্বপূর্ন কারন হাপাতালসহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্টান রয়েছে আর বিদ্যুৎতের প্রয়োজন সার্বক্ষনিক। উপজেলা সদরের চেয়ে পল্লীবিদ্যুৎতের সাব ষ্টেশন ট্যকেরঘাট এলাকায় বেশী প্রযেজন না। তাই উপজেলা সদরেই তৈরীর করার দাবী জানান অন্যথায় কঠোর আন্দোলন করার হুশিয়ারী দেন উপস্থিত বক্তাগন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের কাছে স্মারকলীপি দেয়া হয়। এবিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান,এই বিষয়ে উর্ধবতন কতৃপক্ষের কথা বলে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।