নাসিরনগরে মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহা-সম্মেলন সম্পন্ন

আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৯ম দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত দুইব্যাপী মাদ্রাসা মাঠে এ মহা-সম্মেলনের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শিক্ষা সচিব আল্লামা মুফতি শামসুল হক সুফিজীর সভাপতিত্বে মহা-সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফিলিস্থিন মসজিদুল আকসারের ইমাম ও খতিব ড. আলী ওমর ইয়াকুব আল-আব্বাসী । প্রধান বক্তা ছিলেন ঢাকা সাভার জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক,হেফাজত ইসলামস বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান,বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী,ঢাকা জামিয়া ইসলামিয়া বায়তুন নুর প্রিন্সিপাল মুফতি মনিরুজ্জামান। মাদ্রাসার মুহতামিম মুফতি সাইদুর রহমান সাঈদীর সঞ্চালনায় মহা-সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ আশরাফী,মুফতি উবায়দুল্লাহ মাদানী,মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী,মুফতি মাহমুদুল হাসান কাসেমী,হাফেজ ইকবাল হোসেন,মাওলানা জানে আলম সিদ্দিকী,মুফতি মোতালিব হোসেন ছালেহী,মাওলানা হাবিবুল মুরসালিন,মুফতি সাইফুল ইসলাম মুমতাজী,মাওলানা তাফাজ্জল হক,হাফেজ মাওলানা খুবাইব আহমাদসহ স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আসা আরো অনেক ওলামায়ে কেরামগণ বয়ান করেন। মহা-সম্মেলনে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস ছাত্তার,সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন,হাফেজ হোসাইন আহমাদ খানসহ মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহা-সম্মেলনে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ সোলাইমান,হাফেজ মোহাম্মদ অলি উল্লাহ ও হাফেজ মোহাম্মদ আসাদ উল্লাহকে পাগড়ী প্রদান করা হয়। এছাড়াও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে(বেফাক)-২০২৪ ইং কেন্দ্রীয় পরীক্ষায় অত্র মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে মেধা তালিকায় এ প্লাস অর্জনকারী মো: বাইজিদ আহমাদ,মো: তাইফুর রহমান ও মাসুম বিল্লাহকে নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।