নাসিরনগরে আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

আকতার হোসেন ভূইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় সভায় থানার অফিসার্স ইনর্চাজ মো: খাইরুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান শাকিল,উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুর আরেফিন,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা: চায়না বেগম,দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো ইলিয়াস মিয়া,বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল কাদির,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইয়া,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া, হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়া গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া,জামায়াতে ইসলামির সেক্রেটারী অধ্যাপক একেএম আমিনুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুর সাত্তার,পূজা উদযাপন কমিটির (ভারপ্রাপ্ত)সভাপতি অনাথ বন্ধু দাসসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মাসিক আইনশৃংখলা কমিটির সদ্যসগণ বক্তব্য রাখেন আইনশৃংখলা কমিটির সদস্যগণ বক্তব্য রাখেন। সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া,চুরি-ডাকাতিসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।
মাসিক সভায় নবাগত ওসি মো: খাইরুল আলম বলেন,আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগনের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। তাছাড়া মাদক ও অপরাধ প্রবণতা বন্ধের পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতায় কামনা করেন।