শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

পিন্টু দেবনাথ : "দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি " এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) এর আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইনচার্জ সোলায়মান, সদর ইউপি চেয়ারম্যান মো. দুদু মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তরা বলেন, দূর্যোগ মোকাবেলায় সবাই সতর্ক থাকতে হবে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগলে কিভাবে নেভাতে হয় সেই বিষয়ে মহড়া দিয়ে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করা হয়।