দিরাইয়ে প্রান্ত দাসের ঘাতক শাকিল গ্রেফতার, বসতঘরে আগুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে প্রান্ত দাসের খুনি শাকিল মিয়া (১৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।সে বাউসি গ্রামের চান মিয়ার ছেলে। রোববার নিহত প্রান্ত দাসের ভাই পলাশ দাস বাদী হয়ে ঘাতক শাকিলসহ তার পরিবারের ৫ জনকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০ , তারিখ ২৭-৪-২০২৫ ইং। এব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন- প্রান্ত দাসের খুনি শাকিলকে ঘটনার কয়েকঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, প্রান্ত দাস নিহতের ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে আসামী শাকিলের পিত্রালয়ের বসত ঘর পুড়িয়ে দিয়েছে নিহত প্রান্ত দাসের স্বজনরা। উল্লেখ্য, তুচ্ছ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় শাকিলের সুলফির আঘাতে প্রান্ত দাস নিহত হয়।সে উপজেলার বাউসি গ্রামের সেবক দাসের ছেলে।