জার্মানির স্টুটগার্টে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

হাবিবুল্লাহ আল বাহার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জার্মানি শাখার অন্তর্গত বাডেনবুটেনবার্গ প্রদেশ শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। স্টুটগার্টে স্থানীয় একটি অডিটোরিয়ামের এই আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জার্মানি বিএনপির সিনিয়র নেতা আকতারুল আলম বাবুল
, জার্মানি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার সাঈদ মনা, বিএনপি নেতা তরিকুল ইসলাম মুক্তি, খোরশেদ আলম, রতন আবুল কাশেম, মুজিবুর রহমান, মোহাম্মদউল হক রিপন, সৈয়দ নিরক দুলাল, শামীম আজিজ, হাবিব কাজী, এনামুল মোহাম্মদ, শহীদ ইসলাম, মহসিন, কবির ভাই, হোসেন পাটোয়ারী, জুবায়ের, আব্দুস সাত্তার সহ অনেকে।
সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষনা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সকল দলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির প্রবর্তন করেছেন তিনি।
জার্মান বিএনপির নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশে বিদেশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভার পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা ও বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।