জীবন নাশের হুমকির পর যা বললেন খামেনি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া জীবন নাশের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছেন, এমন হুমকি আর যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া জায়নবাদী শাসনের (ইসরায়েল) দুর্বলতা ও অক্ষমতার লক্ষণ। খবর আলজাজিরার।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘খামেনি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করতে চান বলে ঘোষণা দিয়েছেন – তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে আক্রমণ চালানোর নির্দেশ দেন। ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসই তার প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, ‘এমন একজন ব্যক্তির আর অস্তিত্ব থাকতে দেওয়া যায় না।’
কাটজের এই হুমকির জবাবে খামেনি তার পোস্টে দৃঢ় কণ্ঠে জাতির উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, যদি শত্রু অনুভব করে আপনারা তাদের ভয় পান, তবে তারা আপনাদের ছেড়ে দেবে না। আপনারা আজ পর্যন্ত যে আচরণ (হামলার জবাব) করে আসছেন, সেটাই অব্যাহত রাখুন; এই আচরণ আরও শক্তভাবে চালিয়ে যান।’