শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা

পিন্টু দেবনাথ : ২০২৫-২৬ অর্থ বছরের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লাখ ও রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয়ের মধ্যে সংস্থাপন ৮ কোটি ১০ লাখ, শিক্ষা ২০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন ২ কোটি ১২ লাখ, পানি সরবরাহ ২ কোটি ৯২ লাখ, ডেঙ্গু-করোনা ও নালা-নর্দমা পরিচ্ছন্নতায় ১ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া সড়ক বাতি ১০ লাখ, ত্রাণ ২০ লাখ, নারী উন্নয়নে ৩ লাখ ৫০ হাজার, প্রশিক্ষণ ৫ লাখ, খেলাধুলা ও সংস্কৃতি ৫ লাখ ৫০ হাজার এবং যানজট নিরসনে ১৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে। পৌরসভার নিজস্ব ও অনুদান থেকে আয় হিসেবে এসব ব্যয় দেখানো হয়েছে। এছাড়া গত অর্থ বছরে ৫৫ লাখ ৯৩ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো.ইউসুফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সিনথিয়া তাসনিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক ও পৌর নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।