হাঙ্গেরি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল পোল্যান্ড

হাঙ্গেরি থেকে রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে ফিরিয়ে নিয়েছে পোল্যান্ড সরকার। দুর্নীতি মামলায় অভিযুক্ত পোল্যান্ডের এক সাবেক উপমন্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় হাঙ্গেরির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ওয়ারশ। দেশটি এটিকে ‘শত্রুতাপূর্ণ আচরণ’ বলে মনে করছে।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পোল্যান্ডের রাষ্ট্রদূত হাঙ্গেরিতে ১৫ জুলাই তার কাজ শেষ করেছেন। এর কারণ হলো- পোল্যান্ডের বিরুদ্ধে একটি শত্রুতাপূর্ণ কাজ করা হয়েছে। দেশটি ফৌজদারি অপরাধের অভিযুক্ত সাবেক উপমন্ত্রী মার্সিন রোমানোভস্কিকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
মার্সিন রোমানোভস্কির বিরুদ্ধে পোল্যান্ডে বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। গত বছরের ডিসেম্বরে সংসদ সদস্য হিসেবে বিশেষ সুরক্ষা বাতিল হওয়ার পর তিনি হাঙ্গেরিতে গিয়ে আশ্রয় নেন। হাঙ্গেরির এই কাজকে পোল্যান্ড নিজেদের বিচার ব্যবস্থার প্রতি সরাসরি অপমান হিসেবে দেখছে।পোল্যান্ডের এমন কঠোর সিদ্ধান্তের কারণে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে। এর আগেও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নীতি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে পোল্যান্ড ও হাঙ্গেরির মধ্যে মতবিরোধ দেখা গেছে।