কুর্স্ককে গিয়ে যে নির্দেশ দিলেন পুতিন

একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলছে যুদ্ধবিরতির আলোচনা। এরইমধ্যে চাপে ফেলে ইউক্রেনকে এক মাসের সাময়িক যুদ্ধবিরতির ব্যাপারে রাজি করিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অন্যদিকে রাশিয়াতেও গেছে মার্কিন প্রতিনিধি দল। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাময়িক যুদ্ধবিরতির বেলায় এখনো ইতিবাচক কোনো সাড়া দেননি। তিনি চান স্থায়ী কোনো সমাধান।
মার্কিন প্রতিনিধি দল রাশিয়ার যাওয়ার ক্ষণে কুর্স্ক অঞ্চল পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিম রাশিয়ার এই অঞ্চলটিতে গিয়ে বাদবাকী ইউক্রেনীয় সেনাদের দ্রুত পরাজিত করার নির্দেশ দিয়েছেন পুতিন। এসময় তিনি সামরিক উর্দি পরেছিলেন।
এসময় রুশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে বলেন, কুর্স্কের ৮৬ শতাংশ এলাকা থেকে রুশ বাহিনী ইউক্রেনীয়দের তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ, প্রায় ১,১০০ বর্গকিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে।
বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন তার জেনারেলদের বলেছেন, আমাদের পরবর্তী কাজ হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব, শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করা। একইসঙ্গে সীমান্ত বরাবর একটি নিরাপত্তা জোন তৈরির ব্যাপারেও আমাদের ভাবতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাপ্রকাশ করেছেন যে, মস্কো শান্তিচুক্তিতে সম্মতি দেবে। নাহলে রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াবে ওয়াশিংটন। তাঁর এমন বক্তব্যের পরেই পুতিন এসব কথা বলেছেন।