রাশিয়ার দুই শহরে জরুরি অবস্থা জারি
শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।শহরের মেয়র ইভগেনি বেলায়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “আজকের ভূমিকম্পের কারণে পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কিতে জরুরি অবস্থা কার্যকর হয়েছে।” খবর আল জাজিরার। ইভগেনি বেলায়েভ আরও বলেন, সব জরুরি পরিষেবা উচ্চ সতর্কতায় কাজ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই ঘোষণার মাধ্যমে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম, জননিরাপত্তা এবং জরুরি সহায়তা আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। এরইমধ্যে রাশিয়া ও জাপানে সুনামি আঘাত হেনেছে।

















