টাংগুয়ার হাওরে দুই লাখ টাকা জাল আগুনে পুড়িয়ে ছাই
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জাল আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর)দুপুরে টাংগুয়ার হাওরে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. নাহিদ নিয়াজ শিশির।
এর সত্যতা নিশ্চিত করে তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার অবৈধ জাল আটক করা হয়। পরে বিকেলে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। টাংগুয়ার হাওরে কোনো অনিয়ম সহ্য করা হবে না। কঠোর নজরদারির মধ্যে দিয়ে অনিয়মকারীদের দমন করা হবে।