বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের হিরিক চলছে
বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সদ্য যোগদান কৃত সাবেক এমপি এড: মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গণমানুষের সংগঠন। বর্তমানে সর্ব মহলে খেলাফত মজলিসে যোগদানের হিড়িক পড়েছে। আগামী দিনে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে অন্তত ৫ শত লোকের যোগদান কর্মসূচি পালন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় সংবর্ধিত অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসে সদ্য যোগদানকারী এড: মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা সানা উল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, শান্তিগঞ্জ শাখার নির্বাহী সভাপতি মাওলানা সমির উদ্দীন সালেহ। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রখেন শান্তিগঞ্জ শাখার সহ সভাপতি আজিজুত রহমান, সহ সাধারণ সম্পাদক মো: কবির আহমদ, মাওলানা আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক,প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন,সহ সমাজ কল্যাণ সম্পাদক রাহুল আহমদ,পাঠাগার সম্পাদক সাব্বির আহমদ সবুজ সহ প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য যোগদানকারী শাহীনুর পাশা চৌখুরীকে উপজেলা শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভালোবেসে ৭ জন লোক সংগঠনে যোগদান করেন।
শাহীনূর পাশা চৌধুরী
কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতনিধি: