শ্রীমঙ্গলের র্যাব -৯ কর্তৃক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রতিবছর শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীত বস্ত্রের অভাবে অসহায় মানুষেরা কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯ কর্তৃক এসব অসহায় মানুষের জন্য দূর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে।
তীব্র শীতে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ইংরেজি নববর্ষ দিনে শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ী দুর্গম এলাকায় বসবাসরত জনসাধারণের মধ্যে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব ৯।
“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পানিছড়া চা বাগান, হরিণছড়া চা বাগান, ম্যাকানিছড়া চা বাগান, নোম্যান্স ল্যান্ড, নাহারপুঞ্জি, খাসিয়াপুঞ্জি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন র্যাব ৯ শ্রীমঙ্গল কোম্পানির কোম্পানি কমান্ডার সিনিয়র এসপি আব্দুল্লাহ আল নোমান, এ্যাডমিন ডিএডি মোঃ আব্দুল মোমেন সরকার, পুলিশ পরিদর্শক আহমেদ আলী, সাব ইন্সপেক্টর ওমর ফারুক, অধিনায়কের এপিএস আল আমীন, ক্ষুদ্র নৃগোষ্ঠির সমন্বয়ক জাবেদ আহমদ, সমাজসেবক সবুজ তজু আরো অনেকে।
আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র্যাব সদা প্রস্তুত।