কমলগঞ্জে খাস জমি উদ্ধার
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর মৌজায় ৮২ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সত্যজিৎ সিংহসহ আরো অনেকে। অন্যদিকে গত ৩১ ডিসেম্বর উপজেলার আদমপুর ইউনিয়নের কোণাগাঁও মৌজায় ১নং খাস খতিয়ানভূক্ত ও রিজার্ভ ফরেস্ট সংলগ্ন ৭.৮০ একর জমি উদ্ধার করে সরকারের দখলে নিয়ে আসা হয়। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, যেসব এলাকায় খাস জমি দখলে রয়েছে, সেসব দখলকৃত খাস জমি উদ্ধার অভিযান অব্যাহত আছে।