গোয়াইনঘাটে দপ্তরী-কাম প্রহরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম এর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ জানুয়ারি বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম প্রতিদিনের ন্যায় সকাল ৯ টা স্কুলে উপস্থিত হন এবং প্রধান শিক্ষকের সাথে দিনব্যাপী স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। বই বিতরণে এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। ঐইদিন ১০ টার দিকে ইউনিয়নের লাউেমরকুনি (পুরানমহল) গ্রামের ইমদাদ উল্লা (৫১) র' স্ত্রী সায়না বেগমের স্বাভাবিক মৃত্যু হয়। পরে ০৪ জানুয়ারি ইমদাদ উল্লা তার স্ত্রী হত্যার অভিযোগ এনে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন। গোয়াইনঘাট থানার মামলা নাম্বার-০৮/০৮। তারিখ-০৭/০১/২৫ইং। মামলায় আসামি করেন একই গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম (৪২) সহ ৮ জনকে।
বক্তারা বলেন, অভিলম্বে দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম একজন ভালো মানুষ। তিনি এঘটনায় জড়িত ছিল না। তাকে এই মামলায় উদ্দেশ্য মূলক জড়ানো হয়েছে। তারা দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম সহ সকল আসামীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের লোকেরা অংশগ্রহণ করেন।