কমলগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা
পিন্টু দেবনাথ : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অফিসার রাকিবুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা সুজন আহম্মেদ।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৪টি কলেজ ও ১০টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। কলেজ পর্যায়ে ১ম হয়েছে বিএএফ শাহীন কলেজ, ২য় সুজা মেমোরিয়াল কলেজ ও ৩য় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ। স্কুল পর্যায়ে ১ম হয়েছে বিএএফ শাহীন কলেজ, ২য় সফাত আলী সিনিয়র মাদ্রাসা ও ৩য় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়।
বিচারক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মোর্শেদা খানম, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সমরেন্দ্র সেন গুপ্ত, ডাচ বাংলা ব্যাংক এর কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মশিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. জাহেদ হোসেন ও উপজেলা তথ্যকেন্দ্রের তথ্যসেবা সহকারী আমিনা ইসলাম মৌ।