৩৯ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে গেলেন যোগেন্দ্র
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : ৩৯ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে গেলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার যোগেন্দ্র চন্দ্র সরকার। তিনি উপজেলার ৪০ নং লালার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মঙ্গলবার দুপুরে প্রিয় শিক্ষককে শ্রদ্ধা ও ভালবাসা নিবেদনের জন্য শিক্ষার্থী ও সহকর্মী সবাই বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হওয়ায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান শিক্ষক মো. মাফিজুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মো. মহিন উদ্দিনের সঞ্চালনায় বিদ্যালয় এর হল রুম অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন,বিদায়ী শিক্ষক যোগেন্দ্র চন্দ্র সরকার,সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাউসার আহমদ,স্বাগত বক্তব্য রাখেন,শিক্ষক মো.মহিন উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক রেশমা আক্তার, নাহিদা সুলতানা,সালমা খন্দকার, বিলকিস আক্তার,৫ম শ্রেণির শিক্ষার্থী রাজ দাশ ও অনির্বাণ দেব প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন,সহকারী শিক্ষক সালমা খন্দকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,৫ম শ্রেণির শিক্ষার্থী মো. সুলেমান মিয়া ও গীতা পাঠ করেন মনিকা রানী নাথ। আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষককে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দ। শুভেচ্ছা স্বরূপ ক্র্যাস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রিয় শিক্ষকের হাতে তুলে দেন সহকর্মীবৃন্দ।