দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে গ্ৰামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাও গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে গুরুতর আহত ১০ কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার করেছেন দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ। এরা হলেন, বসর মিয়া (৩৫), খলিল মিয়া (৪৫), ফিরোজ আলী (৬৫), আস্কর মিয়া(৬৫), আজহারুল মিয়া (২৩), মোয়াজ্জেম হোসেন (২৮), তসর মিয়া (৩২), কাচাই মিয়া (৫২), মামুন মিয়া(২৫), লাল মিয়া(৩২)। অন্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা যায়, পুরাতন কর্ণগাঁও গ্ৰামের আব্দুল্লাহ, আজিজ গ্ৰুপ ও সমরাজ গ্ৰুপের মধ্যে গ্ৰামের আধিপত্য বিস্তার ও চলাচলের রাস্তা নিয়ে পুর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। বৃহস্পতিবার সকালে সমরাজ মিয়া স্থানীয় কর্ণগাঁও বাজার হতে বাড়ি ফেরার পথে আজিজ মিয়ার বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকেরা বেদম মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে সমরাজের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-শিশুসহ অর্ধশত লোক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ৪৬ জন দিরাই হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, পুর্ব বিরোধের জেরে কর্ণগাঁও গ্রামের দুই পক্ষের সংঘর্ষে বেশ কিছু লোক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে