আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে দিরাইয়ে হাওর উৎসব অনুষ্ঠিত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে
রবিবার (২ ফেব্রুয়ারি) দিরাই উপজেলার উজান ধল মাঠে দিনব্যাপী নানা আয়োজনে হাওর উৎসব অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া'র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। হাওর উৎসবে দেশের হাওরাঞ্চলের ৭ জেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। হাওর উৎসব উপলক্ষে মাঠে গ্রামীণ মেলা বসে। এ সময় বক্তারা হাওরাঞ্চলের সুযোগ সুবিধা বৃদ্ধি করে হাওর মন্ত্রণালয় গঠনের দাবি জানান। হাওরের জীববৈচিত্র্য বজায় রেখে হাওর উন্নয়নের কথা জানান। হাওরে অবাধে মাটি কাটা ও জলাভূমি ভরাট করার প্রতিবাদ করেন।