কুলাউড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৪৪ হাজার শিশু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এ সময় তিনি আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন। সভা সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আফতাব উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শারমিন ফারহানা জেরিন, কুলাউড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো.আব্দুল আউয়াল প্রমুখ।
সভায় স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, কুলাউড়ায় ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৮৩৫ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩৯ হাজার ৭৭৫ মাস বয়সের শিশুকে ৩১৩ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে বলেও জানান তিনি।