তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সুনামগঞ্জের তাহিরপুরে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)মোহাম্মদ মহিবুল ইসলাম, তাহিরপুর বালিকা উচ্চ বিদয়ালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান,সদর ইউনিয়ন পরিষদ সদস্য তোজাম্মিল হক নাসরুম,লজিক প্রতিনিধি মোজাম্মিল হোসাইন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দলনেতা কামাল পাশা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কায্যালয়ের উপহকারী প্রকৌশল জসিম উদ্দিন,পিআইও অফিস সহকারী মিন্টু দেবনাথ,সাংবাদিক রুকন উদ্দিন,আনসার ভিডিপি প্রশিক্ষক হাসিবুল তারেক,প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্মকর্তাগন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।