ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৪
জুবেল আহমদ সেকেল : শাহ জালালের মাজার জিয়ারত করা হলো না নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আশুলিয়ার জাহিদ আলীর পরিবার পরিজনের। মাজারে পৌছার পূর্বেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী সন্তানসহ ৪জনকে হারাতে হয়েছে। আজ রবিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে প্রাইভেটকার ও পাথর বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৯জন হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।
জানা যায়, মাজার জিয়ারতের উদ্দেশ্যে চালক ও নারি শিশুসহ একই পরিবারের ৯জন প্রাইভেটকারযোগে ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলেন জাহিদ আলীর পরিবার। তাদের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৯-৬৮৩০) ওসমানীনগরের ১৯ মাইল নাম স্থানে পৌছলে বিপরীতমুখি পাথর বোঝাই ট্রাকের (ঝিনাইদহ- ট- ১১-০৮৫৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়েমোচড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় কারের চালকসহ সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে জাহিদ আলীর স্ত্রী সায়মা আক্তার ইতি (৩৫), তার ছেলে আয়ান (৬), ইতির বোন শামীমা ইয়াসমিন (৩৮), ও কার চালক সোহেল ভুইয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত ৫জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারে চালক ও নারী-শিশুসহ একই পরিবারের ৯জন ছিল বলে জানতে পেরেছি। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ৪জন নিহত এবং ৫জন আহত হয়েছেন। এঘটনায় গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।