জামালগঞ্জ প্রেসক্লাব'র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মুলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী জামালগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-'২৬ সনের দুই বছর মেয়াদী নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
জামালগঞ্জ প্রেসক্লাবের বিনা প্রতিদ্বদ্বিতায় নব-নির্বাচিত সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি'র প্রতিনিধি উপ- পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুর রব, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. নূরুল হক আফিন্দী, জেলা জামায়াতে ইসলামির শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান ও উপজেলা ব্রাক্ষণ সমিতির সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, জামালগঞ্জ থানার উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আবু হাসনাত কয়েছ, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, জামালগঞ্জ উপজেলা কন্ট্রাক্টার এসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, জামালগঞ্জ কিন্ডারগার্টেন জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক জরিনা আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, জেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি অজিত কুমার রায়, যুব জমিয়তের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মু. আলতাফুর রহমান, দেশ-প্রবাস সংগঠনের সভাপতি নূরুল হক প্রমুখ।
এর পূর্বে প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মো. হাবিবুর রহমান ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নব-গঠিত কমিটিতে সভাপতি পদে তৌহিদ চৌধুরী প্রদীপ, সিনিয়র সহ-সভাপতি শেরে আলম শেরু, সহ-সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ- সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, কোষাধ্যক্ষ মো. মহসিন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক মো. সাইফুল্লাহ, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ। সাধারণ সদস্য আব্দুস সামাদ আফিন্দীর নাম ঘোষণা করা হয়।
উপস্থিত ছিলেন, শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান, কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও, নূরুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি মো. অলিউর রহমান,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান উকিল, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আলী আক্কাস মুরাদ, সমাজকর্মী মো. জহির বিন রুহুল, উপজেলা জাতীয় পার্টির নেতা আল আমিন, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাও. ইউসুফ কাজী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান আল শুভ, কলেজ ছাত্রদল নেতা আবু সুফিয়ান প্রমুখ।