শান্তিগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিককার্যালয়ের আয়োজনে, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের বাস্তবায়নে, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে, ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাবনের সম্মেলন কক্ষে, সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, শান্তিগঞ্জ ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কৃপেষ রঞ্জন রায়, বারটান সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মসফিকুস ছালেহীন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রাসেদুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন সুনামগঞ্জ বারটান আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।কর্মশালায়, অংশগ্রহণ করেন, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা, স্কুল/মাদ্রাসার শিক্ষক, ইমাম/পুরোহিত, মৎস্য, প্রাণী সম্পদ, স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মী, এনজিও প্রতিনিধি ও অন্যান্য সংস্থার প্রতিনিধি বৃন্দরা।
কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ(সুনামগাঞ্জ)