দোয়ারাবাজারে ১২১ বোতল ভারতীয় বিদেশী মদসহ যুবক আটক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর বাজারে সকাল ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশী মদ অফিসার চয়েজ ও একজন সক্রিয় মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশনায় এসআই/মিজানুর রহমান, এএসআই/আশরাফ খান সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে উপজেলার শ্রীপুর বাজারে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ১২১ বোতল ভারতীয় বিদেশীমদসহ একজন সক্রিয় মাদক কারবারিকে আটক করেন পুলিশ।
আটককৃত আসামী হলেন ছাতক উপজেলার -দক্ষিণ বড় কাপন গ্রামের সুরুজ মিয়ার পুত্র মোঃ জয়নাল (৩৫) সে একজন সক্রিয় পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
জানাগেছে, তার নিকট থেকে উদ্ধারঃ ১। এসি ব্লাক-৩৫ বোতল, 375 ml.২। অফিসার চয়েজ ৮৬ বোতল,180 ml.
সর্বমোট-১২১ বোতল ভারতীয় মদ। জানতে চাইলে অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক বলেন, আসামি পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এবং তাঁর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।