সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানেই নির্মণের দাবীতে আলোচনা সভা
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আমাদের সুনামগঞ্জ ৩ আসনের অন্তর্ভুক্ত শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এখন নতুন করে একটি মহল নিজেদের স্বার্থে বিশ্ববিদ্যালয়টি সরিয়ে নেওয়ার জন্য আন্দোলন চালাচ্ছেন। কেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জ থেকে সরিয়ে নিতে হবে? কার স্বার্থে আপনারা
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/30/5555.jpg?itok=TUomaMDb×tamp=1738255118)
আমাদের বৃহৎ স্বপ্নকে ব্যহত করতে চাচ্ছেন? যেখানে নির্মাণ হচ্ছে সেখনেতো সুনামগঞ্জ জেলার মিডিল পয়েন্ট, সুন্দর জায়গা। অনেক খাস জমি আছে, খোলামেলা পরিবেশ। আমাদের স্বপ্নের এই উন্নয়নকে ব্যহত করতে আন্দোলন করছেন আপনাদের মনে রাখতে হবে। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মানুষ হাতে চুড়ি পড়ে থাকবে না। আমরাও আন্দোলন করতে যানি, প্রয়োজন হলে আমরা লংমার্চ করবো, সড়ক অবরোধ করবো, বৃহৎ বৃহৎ আন্দোলন এই অঞ্চলের মানুষ করতে জানে সেটা মনে রাখতে হবে আপনাদের। তাই আসুন কোন হিংসা বিদ্বেষ না করে জেলার উন্নয়নে সবাই ঐকবদ্ধ থেকে আরো নতুন নতুন প্রকল্প এনে সুনামগঞ্জকে একটি স্বনির্ভর জেলা হিসেবে রূপান্তর করি।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাদেশ খেলাফত মজলিসের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে,শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য সয়েলটেস্ট সম্পন্ন হয়েছে। প্রকল্পে প্রায় ৭কোটি টাকা খরচ হয়ে গেছে, ক্লাসও শুরু হয়েগেছে। তাহলে কেন আবার নতুন জায়গায় এটি সরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন আপনারা। সরকারের কাছে আমরা জোর দাবি, প্রকল্পটি কাজ যেন দ্রুত সময়েই নির্ধারিত স্থানে শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর মৌজায় বাস্তবায়ন হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সিনয়র সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ডা. মাওলানা আতাউর রহমান, খেলাফত মজলিস নেতা আছির উল্লাহ সহ প্রমূখ।
কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি ::