কমলগঞ্জ ও শ্রীমঙ্গল শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/img_20250203_151814_1.jpg?itok=NoTz1UDY×tamp=1738651525)
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ব্যপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
স্কুল, কলেজ, বিভিন্ন মন্দির ও সংগঠন এ আয়োজন করে।
সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি মন্ডপে লোকে লোকারন্য ছিল। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার টহল হিসাবে নিয়োজিত থাকতে দেখা গেছে।
মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে দেয়া হয় পুষ্পাঞ্জলি। এতে অংশ নেন নানা বয়সের ভক্তবৃন্দ।
এসময় নারীদের উলুধ্বনি ও পুরুষদের জয়ধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূজা-মণ্ডপ।
পূজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন করেন। এতে প্রশাসনসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ প্রাথমিক শিক্ষা বিভাগের সরস্বতী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমরেন্দু সেন গুপ্ত বুলবুল বলেন, প্রতিবছর প্রাথমিক শিক্ষা পরিবার এ আয়োজন করে। এবছরও ব্যতিক্রম ঘটেনি। উপজেলার প্রাণকেন্দ্রে হওয়ায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতে এক মিলন মেলায় পরিনত হয়।
এদিকে শ্রীমঙ্গল ধান দিয়ে বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি করা হয় ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। প্রতিমা দেখতে স্থানীয় এবং বিভিন্ন এলাকার ভক্তের ভিড় ছিল পুজা মান্ডপে লক্ষণীয়।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক এর উপরে সরস্বতী পূজা উদযাপন করা হয়। বিভিন্ন মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।