শান্তিগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/img-20250212-wa0003.jpg?itok=wk0vG1G9×tamp=1739353987)
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মরহুম হাজী নুর মিয়া ও মরহুমা শাহেরা বেগম শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মরহুম হাজী আজিজ মিয়ার স্মরণ সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে, ফারুক মিয়া'র সভাপতিত্বে, মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আক্তার হোসেন পরিচালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির হাফিজ আবু খালেদ, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু নসর মোহাম্মদ ইব্রাহিম, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মঈনুল ইসলাম, লন্ডন প্রবাসী হাবিবুর রহমান সোহাগ, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহির মো. খালিদ।
সভায় আরও বক্তব্য দেন, মাদ্রাসার সহকারী মৌলভী জয়নাল আবেদীন, মাদ্রাসার শিক্ষার্থী দিলোয়ার হোসেন।
সভায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মরহুম হাজী আজিজ মিয়ার স্মরণ দোয়া ও স্মৃতিচারণ করেন অতিথিবৃন্দরা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।