চাঁদাবাজি জুলুম লুটপাটের ফল আওয়ামীলীগ পেয়েছে পরিনতি দেখেছেন- আনিসুল হক
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/img_20250210_150545_3.jpg?itok=I8LxSoY_×tamp=1739195772)
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর বাজারে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক,সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
এসময় তিনি বলেন,দলের পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি,জুলুম লুটপাট করবেন না। এর ফল আওয়ামীলীগ পেয়েছে পরিনতি দেখেছেন।তাই আমরা ছোট খাট সোনা,হিরার টুকরার দিকে ছুটবো না। মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবো তাহলে মানুষ ভালবাসবে। বিএনপি শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মানুষের অধিকার আদায়ের জন পরিশ্রম করেছে যার জন্য মানুষ বিএনপিকে চায়। আর
যত ক্ষন ভোটের অধিকার প্রয়োগ না করতে পারেন ততক্ষণ রাজ পথে থাকার জন্য জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।
আনিসুল হক আরও বলেন,মানুষের ভোটের অধিকারের জন্য অন্তবর্তি সরকার যেন একটি ভোটের নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ তৈরি করে। আর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এই অন্তবর্তি সরকার কে। নির্বাচনী রোড ম্যাপে যদি ভোটের অধিকার প্রয়োগ সুযোগ আসে তাহলে ভোট কেন্দ্রে গিয়ে আপনরা আপনাদের অধিকারের ভোট বিএনপিকে,জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষের পক্ষে এই অঞ্চলের বিএনপির প্রতিনিধি পক্ষে প্রদান করবেন এবং সারা দেশে ভোটের মাধ্যমে বিএনপি তথা তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কাউকে আর পিছিয়ে থাকতে হবে না। সবাই সমান অধিকার পাবেন। বৈষম্য থাকবে না।
উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ,জেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন,জেলা বিএনপি সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ভাষ্কর রায়,বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম নাসের উজ্জ্বল,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মিয়া,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সংগ্রাম,উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম,সদস্য সচিব আবু সায়েম,উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক শাহিন আলম মেম্বার,সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমানসহ উপজেলা বিএনপি,যুবদল,কৃষকদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষকদের আহবায়ক ও সদস্য সচিব জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সমাবেশ কে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় কৃষকদের নেতা কর্মীগন। তাহিরপুর সদর ইউনিয়নে কৃষক সমাবেশের মধ্যে দিয়ে ৭টি ইউনিয়নের কৃষক সমাবেশ সম্পন্ন হয়েছে।