নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শান্তি,সম্পাদক উজ্জল
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/10.jpg?itok=n9WritIi×tamp=1739477795)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে কর্মরত সাংবাদিকদের সংগঠন নবীনগর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারী) সকাল ১০টা-দুপুর ১টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ভোটে দুই বছরের জন্য নবীনগর প্রেস ক্লাবের সভাপতি সাপ্তাহিক মলয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি এবং সাধারন সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জল নির্বাচিত হয়েছেন।প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে তাজুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক পদে কামরুল ইসলাম,অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু,দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে সেলিম রেজা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস এ রুবেল,সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে শফিকুল ইসলাম বাদল, কার্যকরী সদস্য পদে শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল ও সাইদুল আলম সোরাফ নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর এই নির্বাচিত কমিটি প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন।
ওয়াহেদুজ্জামান দিপু,ইতালি(রোম)প্রতিনিধি-