দিরাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দিরাই পৌর সদরের শুকুরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মাদক কারবারী হলেন- দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামের মৃত আদরিছ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪০)।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাতে ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি জুয়েল মিয়াকে ১৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তার জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিরাই পৌর এলাকায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত জুয়েল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।