ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে লংলা কলেজের সাবেক শিক্ষার্থীরা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ইফতার ও ঈদ সামগ্রী নিয়ে অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক একঝাঁক শিক্ষার্থী। শুক্রবার (২১ মার্চ) কলেজের এইচএসসি ১৩-১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে লংলা কলেজ মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ব্যাচের শিক্ষার্থী রিমন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা কামরুল হাসান সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকোট আহমদ উর রহমান খান মুরাদ, লংলা কলেজের প্রভাষক আক্তার হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, মৌমাছি কণ্ঠ প্রতিনিধি হাসান আল মাহমুদ রাজু, সংগঠনের সদস্য এম রুবেল আহমদ মুন্না,ফরমুজ আহমদ
এসময় আরও উপস্থিত ছিলেন বন্ধু সামাজিক সংগঠনের সদস্য মো.ফখরুল ইসলাম,জাহিদ ইসলাম,আবুল কালাম আজাদ,ইরফান আহমদ,ইমরান হোসেন রুবেল,মো.জয়নুল ইসলাম,সাজু আহমদ,রুহুল আমিন,নুরুল ইসলাম প্রমুখ।
১৩-১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত বন্ধু সামাজিক সংগঠনের মাধ্যমে এ উদ্যোগে নেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, কলেজের সাবেক বন্ধুরা মিলে অসহায়দের সহযোগিতা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও বিভিন্নভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানা সহযোগিতা ও উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
তারা আরও জানান, জনপ্রতি চাল ৩ কেজি, ডাল ১ কেজি,তেল ১ লিটার,আলু ২ কেজি, ছোলা ১ কেজি, পিয়াজ ২ কেজি, রসুন ৫০০ গ্রাম, চিনি ১ কেজি,লবণ ১ কেজি ও সেমাই ১ প্যাকেট সহস্রাধিক দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।