নাসিরনগরে খেলাফত মজলিসের ঈদ পূর্ণমিলনী সম্মেলন

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার ঈদ পূর্ণমিলনী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।“ধর্ম,বর্ণ ভিন্ন মত,সবার জন্য খেলাফত” এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নিবার্হী সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা ও ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের মনোনয়ন প্রত্যাশী শায়েখ হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ আল-মাদানী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের শুরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সামছুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, উপদেষ্ঠা হাফেজ হোসাইন আহমেদ,মাওলানা আবদুল কাদির,হাফেজ ইকবাল হোসেন,মো: মাজারুল হক কাসেমী,মাওলানা মোজাহিদুল ইসলাম । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,জামায়াতের প্রতিনিধি মো: রমজান আলী ও নাগরিক কমিটির প্রতিনিধি সাইফুজ্জামান জনি। এছাড়াও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ নুরপুরী,যুব মজলিসের ফখরুদ্দিন বিশালসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।