জামালগঞ্জে জমিয়তের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তৌহিদ চৌধুরী প্রদীপ : জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত "ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) জামালগঞ্জ ঈদগা মাঠে ইফতার আলোচনা সভায় সহসভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাফিজ আজির উদ্দিন। মাওলানা আব্দুল্লাহ আলমগীর এর সঞ্চালনায় সকল শ্রেণি-পেশার রোজাদারদের সম্মানের আয়োজিত ইফতার মাহফিলের বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদ, খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, মাওলানা বেলাল আহমেদ সালেহী প্রমুখ।
উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও ওয়ালি উল্লাহ সরকার, হাবিবুর রহমান, আবু সাঈদ হিললুল, আলহাজ্ব শফিক আহমদ ইলিয়াস আহমদ, হাফিজ আরিফুল ইসলাম, ইব্রাহিম প্রমুখ।
জমিয়ত নেতৃবৃন্দ হাফিজ তরিকুল ইসলাম, মুফতি হুমায়ুন কবির, মাওলানা ইজাজুল হক এজাজ, মাওলানা শফিকুল ইসলাম সাজিদ, হাফিজ জাহাঙ্গীর আলম, হাফিজ আফাজুল হাসান তানজিম, মাওলানা আবু আইয়ুব প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দেশ ও জনকল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দেশের জন্য দেশবাসীর কল্যানে অনবদ্য ভুমিকা রাখবে। পরে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।