দিরাই-শাল্লায় ঈদ উপহার হিসেবে দুস্থদের মাঝে শিশির মনিরের খাদ্য সহায়তা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে দিরাই শাল্লার প্রত্যেকটা ইউনিয়নের অসহায়-দুস্থ মানুষের মধ্যে ১৪০০ ফুড প্যাক বিতরণ করা হয়েছে। পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে ইদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দিরাই-শাল্লার সকল স্তরের মানুষ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিশির মোহাম্মদ মনির। তিনি জানান,গত ২দিন থেকে দিরাই-শাল্লার বিধবা, এতিম, বিশেষ চাহিদা সম্পন্ন ও অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে ফুড প্যাকগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আজকেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
চাল,ডাল,তেল,পেঁয়াজ, নুডলস, ও চিনিসহ প্রয়োজনীয় খাদ্য (ঈদসামগ্রী) রয়েছে ফুড প্যাকগুলোতে। খাদ্য সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত সকলেই।
শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের আম্বিয়া বেগম (৪৫) বলেন, “আমি একজন বিধবা নারী। সংসারে উপার্জনের কেউ নেই, তাই প্রতিটি ইদ আমার জন্য কষ্টের বার্তা নিয়ে আসে। এবারও ভাবছিলাম, সন্তানদের মুখে কীভাবে হাসি ফিরিয়ে আনব। এতোদিন কারো কাছ থেকে তেমন কিছুই পাইনি। কিন্তু শিশির মনিরের দেওয়া এই খাদ্যসামগ্রী আমাদের জন্য আশীর্বাদ। চাল, ডাল, তেল-সবই পেয়েছি। আমার সন্তানরা এবার ঈদটা ভালোভাবে কাটাতে পারবে। আল্লাহ শিশির মনিরকে নেক হায়াৎ দান করুন, যেন তিনি আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।”
শিশির মোহাম্মদ মনির বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। আমি চাই, দিরাই-শাল্লার প্রত্যেকটি মানুষ সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করুক। এই জনপদের প্রতি আমার দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সমাজে ইদ শুধু উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোর সময়। আমি আশা করি, এই ফুড প্যাক তাদের ইদের আনন্দে সামান্য হলেও স্বস্তি আনবে এবং ঈদের আনন্দকে পূর্ণ করবে।”
উল্লেখ্য, শিশির মোহাম্মদ মনির বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী। তিনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল।