কমলগঞ্জে মেধা পরীক্ষারর পুরষ্কার, সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি কর্তৃক মেধা পরীক্ষা ২০২৪ এর পুরষ্কার, বাংলা একাডেমি কর্তৃক পুরষ্কার প্রাপ্ত নাট্যকার শুভাশিস সিনহাকে সংর্বধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের এসপিএফএমএস সিনিয়র কনসালটেন্ট বুলবুল সিংহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা কর অঞ্চল ২০ এর যুগ্ম কর কমিশনার কাজল সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, মনিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক, (অতিঃ দাঃ) প্রভাস চন্দ্র সিংহ, মণিপুরী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নিখিল সিংহ ও সংর্বধিত ব্যক্তি নাট্যকার শুভাশিস সিনহা।
বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার সিংহ ও বিজয়া সিনহার যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ধীবেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, গিরীন্দ্র স্মৃতি পরিষদের সভাপতি উপেন্দ্র সিংহ, বামযুকস
প্রতিষ্ঠাতা সভাপতি রনজিত সিংহ,
বামযুকস সাবেক সহসভাপতি
কৃষ্ণা সিনহা, বানীবালা সিনহা প্রমুখ।
অনুষ্ঠানে ৫ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, উপবৃত্তি ও সম্মাননা এবং ৫০ জনকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।