তাহিরপুরে আনসার ভিডিপির ঈদের উপহার সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভাতাভোগী ২৭ জন আনসার ভিডিপি সদস্য সদস্যার মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেয়া হয়।
উপজেলা প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম। এছাড়াও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে আগত ভাতাভোগীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম ভূঁইয়া
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি