দোয়ারাবাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আটক ২৩

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার সুরমা নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় বাংলাদেশ সেনাবাহিনী,ছাতক ক্যাম্প, সুনামগঞ্জ ও দোয়ারাবাজার থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন।
রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর সাকিনস্থ সুরমা নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে ২৩ (তেইশ) জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন : ১। রশিদ মিয়া (২৮) পিতা-ধন মিয়া, সাং-বাদেরটেক, থানা-বিশম্ভরপুর ২। আঃ শহিদ (৫২) পিতা-মৃত ময়না মিয়া, ৩। সবুজ মিয়া (৩৮) পিতা-মৃত আলতাব আলী, ৪। জানফর আলী (৩৫) পিতা-আরব আলী, সর্ব সাং-সোনাপুর, থানা-দোয়ারাবাজার, ৫। মোঃ আজিজুর রহমান (২২) পিতা-মোঃ ইউনুছ মিয়া, সাং-বাদেরটেক, থানা-বিশম্ভরপুর, ৬। আব্দুল করিম (৩০) পিতা-মৃত মতি মিয়া, সাং-ছাতারপাড়, থানা-সুনামগঞ্জ সদর ৭। মুমিন মিয়া (২৫) পিতা-আব্দুল জলিল, সাং-রাধানগর, থানা-জামালগঞ্জ ৮। জুনু মিয়া (২৫) পিতা-মোঃ কনু মিয়া, সাং-রাধানগর, থানা-জামালগঞ্জ ৯। আঃ নুর (২০) পিতা-মোঃ খুর্শিদ মিয়া, সাং-বাদেরটেক (উত্তরপাড়া), থানা-বিশম্ভরপুর ১০। আমির আলী (২৫) পিতা-মৃত সফর আলী, সাং-পূর্ব রামপুর, থানা-বিশম্ভরপুর ১১। মোঃ আব্দুল বাতেন (২৮) পিতা-মোঃ মনফর আলী, সাং-হরুয়ারকান্দা, থানা-সুনামগঞ্জ সদর ১২। রাকিব হোসেন (২২) পিতা-মোঃ মতি মিয়া, সাং-বাদেরটেক (উত্তরপাড়া) থানা-বিশম্ভরপুর ১৩। মোঃ আসাদ মিয়া (২৮) পিতা-মোঃ ইসমাইল মিয়া, সাং-বাদেরটেক (উত্তরপাড়া), থানা-বিশম্ভরপুর ১৪। মোঃ সাদ্দাম হোসেন (৩৫) পিতা-মৃত লাল মিয়া, সাং-বাদেরটেক, থানা-বিশম্ভরপুর ১৫। মোঃ জিয়াউর রহমান (২৭) পিতা-মোঃ আঙ্গুর মিয়া, সাং-ইব্রাহিমপুর, থানা-সুনামগঞ্জ সদর ১৬। মেহেদী হাসান (২৫) পিতা-মোঃ রহম আলী, সাং-বাদেরটেক, থানা-বিশম্ভরপুর ১৭। মহিতুর রহমান (২২) পিতা-মতিউর রহমান, সাং-হরুয়ারকান্দা, থানা-সুনামগঞ্জ সদর ১৮। মোঃ শাহিন আলম (২৩) পিতা-মোঃ আমিন মিয়া, সাং-হরুয়ারকান্দা, থানা-সুনামগঞ্জ সদর, ১৯। মোঃ সাদির হোসেন (২২) পিতা-আঃ গফুর, সাং-রামপুর, থানা-বিশম্ভরপুর ২০। ফাহিম আহমদ (২২) পিতা-মোঃ সুরত আলী, সাং-ফুলবাড়ি, থানা-বিশম্ভরপুর ২১। আশিকনুর (২৪) পিতা-লোকমান হোসেন, সাং-ফুলবাড়ি, থানা-বিশম্ভরপুর, ২২। সুমন মিয়া (১৮) পিতা-ওহিদ মিয়া, সাং-বাদেরটেক, থানা-বিশম্ভরপুর, ২৩। মোঃ আল আমিন (২৫) পিতা-মোঃ রইছ মিয়া, সাং-রামপুর, থানা-বিশম্ভরপুর, সর্ব জেলা-সুনামগঞ্জ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ০৪টি স্টিলবডি নৌকা, ০৫টি ছোট কাঠের নৌকার সাথে ০৫টি ড্রেজার মেশিন এবং স্টিলবডি নৌকাতে থাকা ৮৫০ (আটশত পঞ্চাশ) ফুট বালু ও নগদ ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা জব্দ করা হয়।
জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, এই সংক্রান্তে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।