প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে

মোহাম্মদ শহিদ মিয়া : মদেনা বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ২২ মার্চ শনিবার মদেনায় বাংলা মসজিদে দুই শতাধিক মুসল্লীদের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এই প্রথম মদেনায় বসবাসকারী প্রবাসীরা বাংলা মসজিদে একত্রিত ভাবে ইফতার করেছেন এতে উপস্থিত অনেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
মদেনায় বিগত কয়েকমাস আগে অনেক প্রবাসীদের উদ্যাগে বাংলা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদের দায়িত্ব থাকা প্রবাসীরা বলেন আমরা অনেক বছর যাবৎ ইতালিতে বসবাস করছি আমাদের নামাজ পড়ার মত কোন স্হান ছিল না মসজিদ হওয়ার পর থেকে বাংলাদেশীসহ বিভিন্ন দেশে মুসলমান ভাই বন্ধু রা জামাতে নামাজ আদায় করার সুযোগ হয়েছে,
পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলেও বিশ্বের মুসলিম উম্মাহ্ জন্য মোনাজাত করা হয়।
উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন
হাজী আব্দুল হান্নান ও রুপম বারী এসময় উপস্থিত ছিলেন বাংলা মসজিদে প্রতিষ্ঠাতা সভাপতি চেরাগ উদ্দীন,জালাল উদ্দীন মন্টু, জাহিদ খান,শাফি খান,আহমেদুর রহমান,আমিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আয়ূব আলী, আজহারুল করিম ও লোকমান আহমেদসহ শতাধিক প্রবাসী বাংলাদেশিরা।