দিরাইয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি দিনমজুর নুর মিয়া

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে আশ্রয়হীন নুর মিয়া নতুন ঘর পেয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবী সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে গৃহহীন নুর মিয়াকে সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। নতুন ঘর পেয়ে নুর মিয়া ও তার পরিবারের মুখে হাসি ফুটেছে। নুর মিয়া (৫২) দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের আংশিক ভরারগাঁও গ্রামের মৃত বাছিদ উল্লার ছেলে। সোমবার দুপুরে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে নুর মিয়া ও তার পরিবারকে নতুন ঘর বুঝিয়ে দেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। এ সময় সংগঠনটির কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী জাভেদ সরদার, সমন্বয়কারী মাইদুল হোসেন চৌধুরী, সমাজকর্মী আবদাল চৌধুরী, আবুল বশর, মনিরুজ্জামান চৌধুরী, মাওলানা এ বি এম নোমানসহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, স্ত্রী ও দুই সন্তান নিয়ে নুর মিয়ার পরিবার। প্রায় তিনমাস আগে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে নুর মিয়ার জীর্ন বসত ঘরটি মালামালসহ সম্পুর্ণ ভস্মীভূত হয়। ওই আগুনে তার দুটি গবাদিপশুও পুড়ে মারা যায়। এরপর তেরপাল (ত্রিপল) দিয়ে তাঁবু টানিয়ে গৃহস্থ বাড়িতে কামলা দিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন পরিবারটি। নুর মিয়ার দুর্দশার বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। সংগঠনটি নুর মিয়ার জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয়। নুর মিয়া বলেন, আগুনে ঘরসহ সহায়-সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছিলাম। ঠিকমতো খাবার যোগাড় করতে পারি না। ঘর নির্মাণের সামর্থ্য আমার নেই। প্রবাসীরা আমাকে নতুন ঘর তৈরী করে দিয়েছেন। আমি অনেক খুশি। তিনি দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সকল সদস্যদের জন্য দোয়া করেন। সংগঠন কার্যনির্বাহী সদস্য জাভেদ সরদার বলেন, নুর মিয়া প্রকৃতপক্ষে একজন অসহায় মানুষ। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে ঘর করে দেয়া হয়েছে। এখন বিদ্যুতের সমস্যাও আমরা সমাধানের চেষ্টা করবো। এছাড়া ভবিষ্যতে উনার জন্য আরও কিছু করা যায় কিনা সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার বলেন, দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অর্থায়নে দিনমজুর নুর মিয়াকে একটি সেমিপাকা ঘর উপহার দেয়া হয়েছে। এটি একটি মহৎ উদ্যোগ। যতোটা জেনেছি এই সংগঠন দিরাই ও শাল্লা উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন কাজ বাস্তবায়ন করে চলেছে। আমি আশা করবো ভবিষ্যতেও সংগঠনটি তাদের এসব কার্যক্রম অব্যাহত রাখবে।