বাদাঘাট বাজারে পরিবেশ রক্ষায় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার আহবান

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার আহবান জানিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বাজারের মেইন রোডে এর উদ্বোধন করেন করেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ।
এ সময় সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন,বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশারের মালিকানাধীন ঈমন বেকারির সৌজন্যে তিনটি ডাস্টবিন প্রদান করেন। তার মত বাজারের বড় বড় ব্যবসায়ী ও উদ্যোক্ত আছেন তারা সবাই এগিয়ে আসলে বাজারের সড়কে ময়লা আবর্জনা থাকবে না। বাজারের পরিবেশও নষ্ট হবে না। বাজারের ব্যবসায়ীগন যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা রাস্তাঘাটে না ফেলে ডাস্টবিনে ফেলার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,বাদাঘাট বাজার বণিক সমিতির সহ সভাপতি আব্দুর রউফ, সমাজকর্মী গনেশ তালুকদার,আবুল বাশার,নুর মিয়া, সারোয়ার ইবনে গিয়াস,ব্যবসায়ী বশির আহমেদ প্রমুখ।