দিরাইয়ে কাটা ধানের স্তুপ আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ঘরে তোলার জন্য কেটে স্তূপ করা কৃষকের ৪ একর জমির ধান পুড়িয়ে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রনভূমি গ্রামের পাশে বরাম হাওরের লাউয়ের বন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান রনভূমি গ্রামের বাসিন্দা। জানা গেছে, কৃষক আব্দুল হান্নানের নিজের চাষাবাদের জমি নেই। তাই জমির ধানের একটি অংশ মালিককে দেয়ার বার্ষিক চুক্তিতে ৪ একর বোরো জমিতে আবাদ করেছিলেন। ধান পাকলে শ্রমিক নিয়ে কেটে বরাম হাওরের লাউয়ের বন্দ এলাকার একটি পতিত জায়গার উপরে ধান মাড়াইয়ের অপেক্ষায় স্তুপ করে রাখা হয়। আব্দুল হান্নানের ছেলে ফজল উদ্দিন ও ছাদ উদ্দিন জানিয়েছেন,
৪/৫ দিন আগে ৪ একর জমির কাটা ধান মাড়াই করার জন্য স্তুপ করে রেখেছিলেন। নিয়মিত সারারাত দুই ভাই পাহারায় থাকতেন। শুক্রবার দিবাগত গভীর রাতে রনভূমি গ্রামের শফিক মিয়া, আলিফ উদ্দিন ও আশিক মিয়ার নেতৃত্বে ১৫/২০ জন লোক ধারালো অস্ত্রের মুখে দুই ভাইকে জিম্মি করে হাত-পা বেঁধে পেট্রোল দিয়ে ধানের স্তুপে আগুন ধরিয়ে দেয়। সকালে একদল কৃষি শ্রমিক হাওরে কাজে গিয়ে ঘটনা দেখে ফজল উদ্দিন ও ছাদ উদ্দিনের বাঁধন খুলে দেন। গ্রামের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন করেন। তবে এরই মধ্যে প্রায় ২ শ মন ধান পুড়ে নষ্ট হয় বলে দাবী করেন তারা। পুর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন ফজল উদ্দিন ও ছাদ উদ্দিন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে আশিক মিয়া বলেন, নিজেদের জমিতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ ছিল। কিছুদিন আগে হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের কয়েকজন লোককে গুলিবিদ্ধ করে আহত করেছে। এ ঘটনায় আব্দুল হান্নানের ছেলে তমিজ উদ্দিনসহ দুইজন জেলহাজতে ও কয়েকজন আসামী পলাতক রয়েছে। ধান পোড়ানোর ঘটনার সঙ্গে আমাদের কোনপ্রকার সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমরা কিছুই জানি না। ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতাবে নিজেরাই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবী করেন। এদিকে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক ও ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।