নাসিরনগরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আকতার হোসেন ভুইয়া : চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা বোরো ধান সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন প্রধান অতিথি হিসেবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন সরকার ধান ও চালের যে মূল্য নির্ধারণ করেছে তাতে কৃষকরা উপকৃত হবেন। কৃষক যাতে ন্যায্য মূল্য পান,সে বিষয়টি বিবেচনায় রেখে সরকার মূল্য নির্ধারণ করেছে । তাই কৃষকরা যাতে গুদামে ধান সরবরাহ করতে এসে কোন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন,কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেন শাকিল। এসময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আবু সালেমসহ কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,নাসিরনগর উপজেলায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ১১৮০ মেট্রিক টন বোরো ধান এবং ৪৯ টাকা দরে ৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।