জামালগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠায় সাধারণ সভা অনুষ্ঠিত

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের হাওরপাড়ের নারী শিক্ষার মানোন্নয়নে জামালগঞ্জ মহিলা কলেজ স্থাপনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা সদরে একটি মহিলা কলেজ স্থাপন এখন সময়ের দাবী হয়ে উঠেছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ সমাজসেবী মোহাম্মদ আব্দুর রব।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলমামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীন বারী ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, ভীমখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মন্নান তালুকদার ও বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারী কলেজ শিক্ষক (সাবেক) কৃপেষ চন্দ্র বণিক, প্রভাষক মশিউর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, বিএনপির যুগ্ম আহবায়ক আ: মালিক, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যরিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন, সমাজকর্মী আশরাফ হোসেন লিটন, মো: বশির আহমেদ, সাবেক সেনা সদস্য মো: নুরুল হক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, কোষাধ্যক্ষ মহসিন কবির ও তোফাজ্জল হোসেন, রেজাউল করিম কাপ্তান, মো: মুরাদ মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে হর অঞ্চলের মানুষজন। এই এলাকার জনগোষ্ঠী শিক্ষায় অনেক বেশি রয়েছে। উপযুক্ত শিক্ষা ব্যবস্থার কোন মাধ্যম না থাকায় শিক্ষার হার অনেক কম। আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীদে শিক্ষার মান উন্নয়ন করতে হলে জামালগঞ্জে একটি মহিলা কলেজ প্রতিষ্টা অত্যার্বশক হয়ে পড়েছে। নারী শিক্ষার মান উন্নয়ন হলেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। জামালগঞ্জে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে দল-মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। সভায় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক বৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।