কমলগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারে কমলগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, কমলগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।