ছাতকের মাও শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের উন্মোচন

মোঃ তাজিদুল ইসলাম : পাণ্ডুলিপি প্রকাশন ও মাওলানা আবদুল আজিজ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ইতালী প্রবাসী, লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট'র শহিদ সুলেমান হলে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেটের পাণ্ডুলিপি প্রকাশক বায়েজীদ আহমদ ফয়সল এর সভাপতিত্বে ও হেলাল নির্ঝন এবং আবু জাফর মোহাম্মদ সালেহ'র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বেলাল আহমদ চৌধুরী। মুল প্রবন্ধ পাঠ করেন, কবি ও শিক্ষাবিদ পলাশ এফ জোয়ারদার। গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। এর আগে রাজধানী ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বক্তব্য রাখেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের লেখক, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মরহুম মকদ্দুছ আলীর ছেলে, ইতালী প্রবাসী, সমাজসেবী, বিশিষ্ট সংগঠক মাওলানা শামীম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অবসর প্রাপ্ত) এম. আতাউর রহমান পীর, শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অবসর প্রাপ্ত) সৈয়দ আলী আহমদ, গোবিন্দনগর ফজলিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, সিলেট কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সমাজসেবী ও সংগঠক এ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, ছাতকের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা কবি শামছুল কবির মিছবাহ চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, লেখকের ভাতিজা মাওলানা আবদুল্লাহ আল মাসুদ।
এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক মাওলানা আকবর আলী, মাওলানা মখছুছুর রহমান, জাহিদপুর দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা মুখতার আহমদ, ব্যবসায়ী আবদুল হাই আজাদ, সংগঠক নাজমুল হোসেন, মাস্টার আবদুল বাছিত, শিক্ষক একেএম ফরিদ উদ্দিন, মাওলানা সালাহ উদ্দিন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা শওকত আলী, সহকারী শিক্ষক মাওলানা আবদুল হান্নান, মাওলানা নুরুল আবদীন চৌধুরী, মাস্টার পলাশ উদ্দিন, মাওলানা জাবের আহমদ, মাস্টার রফিকুল ইসলাম, মাওলানা শামছুল ইসলাম, মুরব্বি আবদুস ছোবহান, সমুজ আলী, আরশ আলী, সংগঠক এমরান আহমদ, নজির আহমদ, লেখকের বড় ভাই প্রবাসী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মারুফ আহমদ চৌধুরী, সংগঠক আরাফাত আহমদ রাহাত, মৌলভী ফয়ছল আহমদ,
শাহ ফজর আলী, জাহির খান, দেলোয়ার হোসাইন, আবদুল্লাহ আল মুমিন, একলাল মিয়া, সংগঠক আবদুল লতিফ প্রমূখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী মহসিন আহমদ চৌধুরী ও ইসলামী সংগীত পরিবেশন করেন, নজরুল হাসান জিছান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব" গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রন্থটি আমাদের নতূন প্রজন্মরা পড়লে অনেক উপকৃত হবে। সত্য ও সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে গ্রন্থটি অগ্রণী ভূমিকা রাখবে। নেতৃবৃন্দরা বলেন, প্রবাসে অত্যন্ত কষ্টের মাঝে বসবাস করেও দেশের মানুষকে পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব সম্পর্কে একটি বই উপহার দেওয়ায় লেখক মাওলানা শামীম আহমদের ভূয়সী প্রশংসা করেন।