কুলাউড়ায় শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে কেটিএফ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা রিসোর্স সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক (উপবৃত্তি) ড.নাছিমা বেগম। প্রশিক্ষণে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক ড.নাছিমা জানান,বাংলাদেশের ৭০ হাজার বেসরকারি স্কুল রয়েছে। যেখানে কয়েক লক্ষ শিক্ষক পাঠদানে নিয়োজিত আছেন। এ বিরাট অংশের শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে কাজ করছে আমাদের ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি।
কেটিএফের সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানান, কিন্ডারগার্টেনের সার্বিক উন্নয়ন এবং মানসম্মত শিক্ষাদান কার্যক্রমের অংশ হিসেবে ধারাবাহিকভাবে সকল শিক্ষকদের এ প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিব উল্যাহ, কেটিএফের সাধারণ সম্পাদক বাবুল আহমদ প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করছে ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি।