রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের বড়লেখার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টায় নতুন ভবনের তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন ভবনের এই অংশটি দান করেছেন মাওলানা আমিনুল ইসলাম জলঢুপি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার উদ্যোক্তা ও সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আব্দুল আলিম। এতে সভাপতিত্ব করেন ছাহেব জাদায়ে বর্ণী আলহাজ্ব আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত পীর আল্লামা ফুলতলী (রহ.)-এর ছাহেবজাদা হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হাওলাদার আজিজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাব উল্লাহ, শাহেরা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হামিদ, এবং রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—বদরুল ইসলাম, মোস্তফা উদ্দিন, করিম উদ্দিন, আজির উদ্দিন, আসাদ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর হাতে গড়া এক দীপ্তিমান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে কুরআন, হাদীস ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ছাত্রদের আমল, আখলাক ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানের শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি এবং মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয় ।