যুক্তরাজ্যে করোনায় আজও (শনিবার) ১,২০০ জনের প্রানহানি ,আক্রান্ত ২৩ হাজারেরও বেশি
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের হয়ে প্রাণ হারিয়েছেন আরো ১ হাজার ২০০ জন। গতকাল এ সংখ্যা ছিলো ১২৪৫ জন বৃহস্পতিবার ছিলো ১২৩৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৭১ জন। মৃত্যুর এই পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৭৫ জন। গতকাল এ সংখ্যা ছিলো ২৯,০৭৯ জন। বৃহস্পতিবার ছিলো ২৮,৬৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭২ হাজার ৮১৩ জন। গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ হাজার ২১২ জন।
এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৮৩ লাখ ৭৮ হাজার ৯৪০ জন।